জুমবাংলা ডেস্ক : সারাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ দুপুরের পর সারাদেশের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। তবে শৈত্যপ্রবাহ আগমনের দিনক্ষণ জানতে আরও একদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রোববার রাজধানীসহ সারাদেশে বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা রাতের শেষ দিকে শুরু হতে পারে। এছাড়াও দেশের অধিকাংশ স্থানে আকাশ মেঘলাসহ ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
শনিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয় যা ৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে ফের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


