স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলেননি করিম বেনজেমা। নেই দলের সঙ্গেও। তবে এখনো বহাল তবিয়তে ফ্রান্সের ২৬ জনের স্কোয়াডে আছেন তিনি। এর আগে শোনা গিয়েছিল, দ্বিতীয় রাউন্ড থেকে কিংবা কোয়ার্টার থেকে ফ্রান্স দলে ফিরছেন এই স্ট্রাইকার।
তবে সেমিফাইনাল খেলে ফ্রান্স ফাইনালে উঠলেও কাতারে এখনো দেখা যায়নি বেনজেমাকে। বর্তমানে তিনি নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের ডেরায় অনুশীলনে ব্যস্ত। সেখানেই পুনর্বাসনে আছেন এই ফরাসি তারকা।
তবে ফ্রান্স ফাইনাল নিশ্চিত করার পরই ফের গুঞ্জন ছড়িয়েছে, করিম বেনজেমাকে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের ম্যাচে একাদশে দেখা যেতে পারে। যা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
এদিকে এমন প্রশ্নের জবাবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও একটু রহস্য রেখেই দিয়েছেন। তিনি বলেছেন, এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। এই কথায় ঠিক বোঝা গেল না যে বেনজেমা স্কোয়াডে আছেন কি নেই।
তবে আর্জেন্টিনাকে একটু চাপে রাখতেও এই পথে হাঁটতে পারেন দেশম। ফিফার নিয়ম অনুযায়ী বেনজেমার দলে ফিরতে কোনো বাধা নেই। তিনি চাইলে যে কোনো সময় চাইলে আবার দলে ফিরতে পারবেন, ফ্রান্স বিশ্বকাপ জিতলে পাবেন পদকও।
তবে ছিটকে পড়ার পর গুঞ্জন শুরু হয় বেনজেমাকে নিয়ে। স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে নিজের মতো করে পুনর্বাসন শুরু করেছেন বেনজেমা। গ্রুপ পর্বের ম্যাচের পরেই দেশমের কাছে প্রশ্ন উঠেছিল। তখন তিনি নাবোধক উত্তরই দিয়েছিলেন।
এমনিতেই চোটের সমস্যায় জর্জর ফ্রান্স। তার ওপর ঠান্ডার সমস্যায় ভুগছেন রাবিও, উপামেকানো, কোমান। ফাইনালের আগে বেনজেমাকে কি ডাকবেন দেশম? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।