গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করায় দুই ব্যবসায়ীরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে গাইবান্ধা শহরের পুরাতন বাজার ও ডিবি রোডের দুই ব্যবসায়ীরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার এই অভিযান পরিচালনা করেন। এসময় তার সাথে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত ওসি খান মো. শাহরিয়ার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় লবণ সংকটের গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করা হচ্ছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার বলেন, লবণের দামবৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ গুজব। এবিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ পর্যন্ত গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন হাটবাজার ও দোকানে অভিযান চালানো হয়েছে বলেও জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।