স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে আছে। তাই নিজ বাসায় গৃহবন্দি খেলোয়াড়রা। তবে নিজেদের মত করে সময় কাটাচ্ছেন তারা।
স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল কিভাবে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও করে দেখালেন।
স্পেনে নিজের বাড়ির পেছনের উঠোনে বোনের সাথে টেনিস খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন বিশ্বের দু’নম্বর টেনিস তারকা নাদাল।
বোন মারিয়া বেলের সঙ্গে খেলার সময় নেট হিসেবে দু’টো চেয়ারকে ব্যবহার করেছেন নাদাল।
শুধু পরিবারের সাথে সময় কাটাচ্ছেন না নাদাল। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহের ক্যাম্পেনেও রয়েছেন তিনি। এই ক্যাম্পেনের নাম ‘নুয়েস্ত্রামেজরভিক্টোরিয়া’।
যা গত সপ্তাহে শুরু করেছেন এনবিএ তারকার পাউ গাসোল। করোনার বিরুদ্ধে স্বাস্থ্য পরিষেবার কাজে উদ্যোগী এই ক্যাম্পেন। এই ক্যাম্পেনে অর্থ দিয়ে সাহায্য করেছেন বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ, রবার্তো বাউতিস্তা আগুত, ফেলিসিয়ানো লোপেজ, ডেভিড ফেরার, গারবিনে মুগুরুজার মতো টেনিস তারকারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।