রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় বর্ষাবাস উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডচরণ ((আহার সংগ্রহ) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) উপজেলা ভিক্ষু সংঘের উদ্যোগে এবং কুতুবদিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকার আয়োজনে বিহার এলাকায় এ পিণ্ডদান অনুষ্ঠিত হয় ( পিণ্ড মানে উত্তম খাদ্য)।
পিণ্ডদান শেষে বিহার প্রাঙ্গণে দায়ক-দায়িকদের পঞ্চশীল গ্রহন, মঙ্গলাচরন, সংঘদান ও পরে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশনের বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দীঘল ছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ আর্য্যলঙ্কার মহাথের এবং বিশেষ ধর্মা-লোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবাছড়ি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ অগ্রবংশ ভিক্ষু,কুতুব দিয়া স্বধর্মোদ্য় বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ চন্দ্র কীর্তি ভিক্ষুসহ উপজেলার পাশে অন্যান্য ভিক্ষু, শ্রমন ও সাধুমারা।
এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবদিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি অমর কান্তি তঞ্চঙ্গ্যা,অর্থ -সম্পাদক নতুন মুনি তঞ্চঙ্গ্যা,বিশিষ্ট দায়ক বসু নাথ কার্বারী, ভাসাইয়া তঞ্চঙ্গ্যা,রাঙ্গুচান তঞ্চঙ্গ্যা,সুমন্ত ও বিলাইছড়ি এলাকার দায়ক- দায়িকা বৃন্দ।
বৌদ্ধ সন্যাসী বা ভিক্ষুরা ১ বর্ষাবাসে ৩ মাস পর্যন্ত বিহার, নির্জন জায়গায় অধিষ্ঠান বা ধ্যান করে থাকেন নির্বাণগামী হওয়ার আশায়। তাই এসময় বৌদ্ধ সম্প্রদায় অধিক পূণ্যের আশায় পিণ্ড বা আহার দান করে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।