জুমবাংলা ডেস্ক : ফেনীর ফুলগাজীতে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৬ লাখ ৪৪ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির স্থাপন করেছেন নিজাম উদ্দিন নামের এক কলেজছাত্র।
সে উপজেলার জিএমহাট ইউনিয়নের হাজী মনির আহাম্মদ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ী জি এম হাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে।
জানা গেছে, সোমবার বিকালে মুন্সিরহাট বাজার থেকে বাড়ী ফেরার পথে একটি ব্যাগ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সে ব্যাগটি হাতে তুলে নেয়। পরে ব্যাগটি খুলে ভেতরে ৬ লাখ ৪৪ হাজার টাকা দেখতে পায়। সে সাথে সাথে তার শিক্ষক দেবাশীষ বাবুকে ফোন দেয়। ব্যাগে ইসলামী ব্যাংকের লোগো দেখে এবং দেবাশীষ বাবুর পরামর্শে সে জিএমহাট ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গিয়ে লোকটিকে খুঁজে বের করে কুড়িয়ে পাওয়া টাকাগুলো মালিকে ফেরত দেয়। হারানো টাকা ফেরত পেয়ে টাকার প্রকৃত মালিক তাকে উপহার হিসাবে কিছু টাকা দিতে চাইলেও সে তা গ্রহণ করেনি।
স্বামীকে ছেড়ে ৮ মাস লিভ টুগেদার, বিষ খেয়ে অনশন ভাঙলেন প্রেমিকা
এদিকে কলেজ ছাত্র নিজাম উদ্দিনের এমন সততায় মুগ্ধ হয়ে মঙ্গলবার দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কৃত করেছেন জিএমহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকির হোসেন রতন।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।