ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার সামনে নিউজিল্যান্ডের রানের পাহাড়

বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তুলে কিউইরা। এতে স্বাগতিক অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২০১ রানের।

শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়ায় ম্যাচটি। প্রায় ১১ মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ফের মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক বোলারদের তুলোধুনে করে ওপেনার অ্যালেন মাত্র ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪২ রান করে ফিরলেও কনওয়ে শেষ বল পর্যন্ত ছিলেন অপরাজিত। ৫৮ বলে ৭ চার ও ২ ছক্কায় তার খেলা অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন তিনি।
বিশ্বকাপ
কিউইদের প্রথম চার ওভারেই ৫৬ রান আসে। এই রানে জস হ্যাজলেউডের বলে বোল্ড হন অ্যালেন। এরপর কনওয়ে ও কেন উইলিয়ামসন দলীয় সংগ্রহকে টেনে নেন ১২৩ রান পর্যন্ত। তাও মাত্র ১৩ ওভারে। এই রানে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন উইলিয়ামসন। ১ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন তিনি। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে দলীয় সংগ্রহকে টানতে থাকেন কনওয়ে।

১৬তম ওভারের শেষ বলে ফিলিপস ফেরেন হ্যাজলেউডের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ১২ রান করে। নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহ তখন ছিল ১৫২ রান। এরপর জিমি নিশাম ও কনওয়ে অবিচ্ছিন্ন থেকে দলীয় সংগ্রহকে বরাবর ২০০ করে মাঠ ছাড়েন।

অস্ট্রেলিয়ার একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়েনিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলেউড।

নিউজিল্যান্ডের একাদশ:
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

সাকিব নয় বিশ্বকাপে লিটনকে বেছে নিলেন হার্শা