স্পোর্টস ডেস্ক: আবারো ব্যাট হাতে মাঠে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) প্রধান সৌরভ গাঙ্গুলী। নেতৃত্ব দেবেন ভারতীয় টিমকে। দেশটির স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অংশ হিসেবে লিজেন্ডস ক্রিকেট প্রতিযোগিতায় ওয়ার্ল্ড জায়ান্টসের মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস। যেখানে ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দেবেন প্রিন্সেস অব ক্যালকাটা। ওয়ার্ল্ড জায়ান্টসের নেতৃত্বে থাকবেন ইয়ন মরগ্যান।
আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। বিশ্ব একাদশের হয়ে মাঠ মাতাবেন জ্যাক ক্যালিস, সনাথ জয়সুরিয়ারা। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয় লিজেন্ডস লিগ ক্রিকেট। ওমানের মাস্কটে হওয়া সেই আসরে অংশ নেন সনাথ জয়সুরিয়া, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে ব্যাপক সাড়া ফেলে সেই আসর।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় আসর। এবারের আসরে থাকছে নতুন চমক। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অংশ হিসেবে একটি বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস। আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।
বিশেষ সেই ম্যাচে ব্যাট হাতে আবারও মাঠে দেখা যাবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে। শুধু ব্যাট হাতে মাঠেই ফিরছেন না দাদা, অধিনায়কত্বের গুরুভারও সামলাবেন প্রিন্সেস অব ক্যালকাটা। এমনটাই জানিয়েছেন লিজেন্ডস লিগের কমিশনার।
লিজেন্ডস লিগ ক্রিকেট কমিশনার রবি শাস্ত্রী বলেন, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপনে আমরা এ বছরের লিগ উৎসর্গ করেছি। সেই উদযাপনের অংশ হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে ওয়ার্ল্ড জায়ান্টসের মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস। সৌরভ গাঙ্গুলী ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দেবেন। বিসিসিআই সভাপতির ঘরের মাঠে ক্রিকেটে ফেরা দারুণ হবে।
বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইয়ন মরগান। ৩০ জন কিংবদন্তি অংশগ্রহণে ইডেন গার্ডেনসে সেই ম্যাচ বাড়তি উত্তেজনা যোগ করবে। বিশ্বের দশটি দেশের সাবেক জনপ্রিয় ক্রিকেটাররা অংশ নেবেন এই ম্যাচে। যেখানে ইন্ডিয়া মহারাজাস এর হয়ে থাকবেন বীরেন্দ্র শেবাগ, মোহাম্মদ কাইফ, হরভজন সিং, পাঠান ভাতৃদ্বয়ের মতো জনপ্রিয় সাবেক ক্রিকেটাররা।
বিশ্ব একাদশের হয়ে মাঠ মাতাবেন হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, ব্রেট লি, মুরালিধরন, সনাথ জয়সুরিয়া ও বাংলাদেশের কিংবদন্তির মাশারাফী বিন মোর্ত্তজার মতো ক্রিকেটাররা। বিশেষ ম্যাচের পর আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে এবারের আসর। যেখানে অংশ নেবে ৪ টি দল। এবারের আসরে আয়োজিত হবে মোট ১৫ টি ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।