স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ইতিমধ্যে ৩০ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ম্যাগাজিন। ওই তালিকায় বাদ পড়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের নাম। ২০১০ সালের পর এই প্রথমবারের মতো ব্যালন ডি’অর প্রার্থীদের তালিকা থেকে বাদ পড়লেন তিনি।
তবে কেন বাদ পড়লেন সেইটা নিয়েই চলছে গুঞ্জন। তবে ফুটবল ভক্তদের কৌতুহল থামাতে নেইমারের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছে ফ্রান্স ফুটবল।
বাদ পড়ার ব্যপারে ফ্রান্স বলছে, মৌসুমের শুরু থেকেই প্রচুর ইনজুরি, খেলার মাঠে ম্যাচ কর্মকর্তাদের অবমাননার কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ হওয়া, ফরাসি কাপের ফাইনাল হেরে ভক্তকে আঘাত করাসহ বেশ কয়েকটি কারণ দর্শিয়েছে ফ্রান্স ফুটবল। বলা চলে চলতি বছর খুব বাজে একটা মৌসুম পাড় করেছেন নেইমার। এসব কারণেই আলোচিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন তিনি।
প্রসঙ্গত, নেইমার তার ফুটবল ক্যারিয়ারে কখনোই ব্যালন ডি’অর পুরষ্ককারটি জিতেনি। তবে দু বার অর্জন করেছিলো বিশ্বের ৩ নম্বর ফুটবলারের স্থান (২০১৫-২০১৭) সালে।
সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।