ব্যালন ডি’অরে যে তিন সাংবাদিক ভোট দেননি ভিনিকে

স্পোর্টস ডেস্ক : ভিনিসিউস ২০২৪ ব্যালন ডি’অর জিতবেন না- এই কথাটি গুটি কয়েক মানুষও ভাবেননি। ২৮ অক্টোবর সবাইকে অবাক করে দিয়ে রদ্রির হাতে উঠে মর্যাদার অ্যাওয়ার্ড। আঁচ পেয়ে আগেই অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থেকে রিয়াল মাদ্রিদ। তাদের ক্লাব থেকে একটি ‘কাকপক্ষী’ও প্যারিসের থিয়েটার শাতেলেতে উপস্থিত ছিল না।

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার ব্যালন ডি’অর জেতার পর বেশিরভাগই মানুষই অবাক হয়েছিলেন। ফলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ‘কোন সাংবাদিক কাকে ভোট দিয়েছেন’ বিষয়টি। শুক্রবার (৮ নভেম্বর) ফ্রান্স ফুটবল সাময়িকী পয়েন্ট র‌্যাঙ্কিং প্রকাশের পর ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্তের বদৌলতে জানা গেল কোন সাংবাদিকের ভোট কার ঝুলিতে গেছে।

ব্যালন ডি’অর দেয়া হয় ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের ১০০ সাংবাদিকের ভোটে। এবার ভোট দিয়েছেন ৯৯ জন সাংবাদিক (সিরিয়া ভোট দেয়নি), প্রত্যেক সাংবাদিক নিজেদের সেরা ১০ বেছে নিয়েছেন। শীর্ষ বাছাইয়ের জন্য বরাদ্দ ছিল ১৫ পয়েন্ট। পরের ৯ জনের জন্য পয়েন্ট যথাক্রমে ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২, ১। রদ্রি পেয়েছেন ১১৭০ পয়েন্ট। ৪১ পয়েন্ট কম নিয়ে ভিনির পয়েন্ট ১১২৯।

৪৯ দেশের সাংবাদিক রদ্রিকে শীর্ষস্থানে রেখেছেন। ভিনির ক্ষেত্রে সংখ্যাটা ৩৫। স্প্যানিশ তারকাকে সেরা দশে রাখেনি বাহরাইন, কলম্বিয়ান, সংযুক্ত আরব আমিরাত ও পানামা। ভিনিকে এল সালভাদর, নামিবিয়া ও ফিনল্যান্ডের প্রতিনিধিরা বাছাই করেননি। আশ্চর্যজনক ব্যাপার হলো, অ্যাওয়ার্ড জেতা রদ্রিকে শীর্ষে রাখেননি তার নিজ দেশের সাংবাদিক আলফ্রেডো রেলানো, ভিনিকে এই স্থান দেন তিনি। ব্রাজিলের সাংবাদিকও ভিনিকে শীর্ষে রেখে ভোট দেন। আর্জেন্টিনার সাংবাদিকের ভোটে টনি ক্রুস শীর্ষস্থান দখল করেন, রদ্রি দ্বিতীয় ও ভিনি হন তৃতীয়।

আনচেলত্তি কি রিয়ালে থাকছেন না? ভিনি-এমবাপেদের নতুন কোচ কে?

২০২৩-২৪ মৌসুমে ক্লাবের হয়ে রদ্রি জিতেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। এর পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতে সেরা খেলোয়াড়ও হন তিনি। অন্যদিকে ভিনি রিয়াল হয়ে জিতেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও সুপারকোপার শিরোপা।