আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
বুধবার সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির আকাশসীমা লঙ্ঘন করা যুক্তরাষ্ট্রের গুপ্তচর বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দেওয়ার কয়েকদিন পর পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অজ্ঞাতনামা একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।’সাগরটি জাপান সাগর নামেও পরিচিত বলে তিনি উল্লেখ করেন।
জাপানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ছে। এটি জাপানের জলসীমায় অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।