আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ব্রাসিলিয়ায় তাঁর প্রাসাদে পড়ে গিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ৬৪ বছর বয়সী বোলসোনারো এই দুর্ঘটনায় আবারো স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হলেন। খবর এএফপির।
জি১ নিউজ পোর্টালে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট জাইর বোলসোনারো আকস্মিক আলভোরাদা প্যালেসে পরে গিয়েছিলেন। তিনি ‘আর্মড ফোর্সেস হসপিটাল’-এ ভর্তি হয়েছেন। প্রেসিডেন্সি অব রিপাবলিক-এর একটি মেডিকেল টিম তাঁর তত্ত্বাবধানে রয়েছে।
এএফপি এ সম্পর্কে মন্তব্য জানতে চাইলে প্লানালটো প্রাসাদ কোনো মন্তব্য করেনি।
বিবৃতি অনুসারে, বোলসোনারোর একটি কার্নিয়াল সিটি স্ক্যান করানো হয়েছে। তবে কোনো সমস্যা চিহ্নিত হয়নি।
প্রেসিডেন্টের গাড়ি বহর হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা মন্ত্রী অগাস্টো হেলেনো সেখানে এসে পৌঁছান। তিনি গ্লোবো টেলিভিশনকে বলেন, বোলসোনারো ভালো আছেন। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে।
বিবৃতিতে আরো বলা হয়, ডানপন্থি এই নেতাকে ৬ থেকে ১২ ঘন্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হবে।
বোলসোনারো গত বছর ১ জানুয়ারিতে দায়িত্ব গ্রহন করেন। নির্বাচনী প্রচারণাকালে এক ছুরি হামলায় তিনি গুরুতরভাবে আহত হন। ছুরি হামলার পর তাঁর দেহে কয়েকবার অস্ত্রোপচার করতে হয়েছে। গত সেপ্টেম্বরে তাঁর সর্বশেষ অস্ত্রোপচার হয়েছে।
চলতি মাসের গোড়ার দিকে বোলসোনারো জানিয়েছেন, তার দেহে ত্বক ক্যান্সার রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।