স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশনের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলের চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। যার কারণে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে একাদশে দেখা যাবে না এই ফরোয়ার্ডকে। এবার তার মতো গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন সেলেসাওদের আরেক তারকা ডিফেন্ডার দানিলো।
শুক্রবার (২৫ নভেম্বর) লুসাইলের আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের একাদশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দানিলো। ম্যাচের পুরোটা সময় রক্ষণভাগে দেয়াল হয়ে দাড়িয়েছিলেন তিনি। তবে ম্যাচ শেষে ফেরার পথে নেইমারের মতো তাকেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা এই ফুলব্যাকের নেইমারের মতোই অ্যাঙ্কেলের চোটে পড়ার কথা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সিবিএফ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অ্যাঙ্কেলের চোটে পড়া দানিলোর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তার চোট কতটুকু গুরুতর, এই বিষয়ে নিশ্চিত নয়।
তবে ব্রাজিলের এক সংবাদমাধ্যম ’টিএনটি স্পোর্টস ব্রাজিল’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্বকাপে সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের পরের দুই ম্যাচে খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার।’
দানিলো এবারের বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশনে দলের গুরুত্বপূর্ণ সদস্য। বর্তমানে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে খেলা এই খেলোয়াড় দেশের হলুদ জার্সির হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ফলে নেইমারের পর দানিলোর মতো অভিজ্ঞ এক তারকার ছিটকে পড়া ব্রাজিল দল ও ভক্ত-সমর্থক জন্য বড় দুঃসংবাদই বটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।