স্পোর্টস ডেস্ক: গত বছরের নভেম্বর মাসে পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়েন ব্রাজিলের পোস্টার বয় খ্যাত তারকা খেলোয়াড় নেইমার।
চোটের কারণে ছিটকে যাওয়া ব্রাজিলের প্রাণভোমরা নেইমারকে ছাড়াই শুক্রবার (২৮ জানুয়ারি) লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
ফলে ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় দলে জায়গা পাননি তিনি। তারপরও ছন্দ ধরে রাখতে উজ্জীবিত ক্যাসেমিরোরা
তিনি বলেন, ওরা (ইকুয়েডর) আমাদের হারাতে সর্বোচ্চটা দিয়ে খেলবে। আর নেইমার না থাকায় ম্যাচটা বেশ কঠিনই হবে।
এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। দলটির সমান ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আর্জেন্টিনা। উভয় দলই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।