জুমবাংলা ডেস্ক : নেচে-গেয়ে বাদ্যের তালে তালে আনন্দ শোভাযাত্রা করেছে নাটোরের সিংড়ার ব্রাজিল-সমর্থকেরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সিংড়া কোর্ট মাঠ থেকে প্রায় দেড়শ হাত লম্বা পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি পৌর এলাকার মাদ্রাসা মোড়, বাসস্ট্যান্ড এলাকা দিয়ে ঘুরে চলনবিল গেট হয়ে পুনরায় কোর্ট মাঠ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ব্রাজিল ভক্তদের নেইমার, নাফিনার, এন্টোনিসহ প্রিয় খেলোয়াড়দের নামে স্লোগান দিতে দেখা যায়।
ব্রাজিল সমর্থক প্রভাষক আনিছুর রহমান লিখন বলেন, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দল ব্রাজিল। এবার যে টিম নিয়ে কাতার বিশ্বকাপে উপস্থিত হয়েছে সেটি সর্বোচ্চ গোছানো এবং একটি ভালো টিম। ব্রাজিল ৬ষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।