স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের প্রতিটি ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে লাল-সবুজের পতাকা বিক্রি করতে দেখা গেছে ব্রিটিশ হকারদের। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েছেন তারা। এদিন, যে বিকাল সাড়ে তিনটায় ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। প্রথম ম্যাচ জয়ের পর টানা দুই হারে বিপাকে মাশরাফি বাহিনী। তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ভাবছেন না টাইগাররা।
এদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করতে ইতোমধ্যেই টাইগার ভক্তরা স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেছেন। সেই ভক্তদের কাছে বাংলাদেশের পতাকা বিক্রি করছেন ব্রিটিশ হকাররা। আজ মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডের বাইরে লাল-সবুজের এই পতাকা বিক্রি করতে দেখা যায় তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।