ধরুন, এই শীতের মৌসুমে কাজ শেষ করে কোনো অনুষ্ঠান বা বাড়িতে এলেন। জুতা খুলতেই, আপনার নাকে দুর্গন্ধ এল। আর তার থেকেও বেশি দুর্গন্ধ পাচ্ছেন আপনার আশেপাশের মানুষজন। তারপর যখন মোজা খুললেন, দেখলেন আপনার আশেপাশের মানুষ রীতিমতো পালাচ্ছে। শীতকালে জুতা খুললে অনেকেরই জুতা, মোজা আর পা থেকে এমন দুর্গন্ধ পাওয়া যায়।
কিছু কিছু মানুষের জুতা পরে থাকা অবস্থাতেও দুর্গন্ধ ছড়াতে পারে। যেমন বাসের মধ্যে, অফিসে বা রেস্টুরেন্টে প্রায়ই এমন দুর্গন্ধের উপস্থিতি টের পাওয়া যায় এই ঋতুতে। মূলত যাঁদের পা অনেক ঘেমে যায়, তাঁরাই এই বিব্রতকর সমস্যায় ভোগেন। এই ঘামের জন্য জুতা, মোজা ও পায়ে ব্যাকটেরিয়া জন্মায়। আর এর প্রভাবেই বাজে গন্ধের সৃষ্টি হয়। এই সমস্যাকে বিজ্ঞানের ভাষায় ব্রোমোডোসিস বলে। আর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্রেভিব্যাকটেরিয়া।
কেন ও কীভাবে এই দুর্গন্ধ কেন হয়
আমাদের পা যখন জুতা আর মোজায় আবদ্ধ থাকে, তখন পা বেশ পরিমাণ ঘাম উৎপন্ন করে। এর ফলে সেখানে তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এই তাপমাত্রা কিছু ব্যাকটেরিয়া জন্মানোর জন্য খুব উপযুক্ত। ব্যাকটেরিয়া পায়ের ঘাম, চামড়া থেকে বের হওয়া তেল আর কিছু মৃতকোষ থেকে পুষ্টি সংগ্রহ করে বংশবিস্তার করে এবং বাজে দুর্গন্ধের সৃষ্টি করে। শুধু ব্যাকটেরিয়া না, কিছু কিছু ফাঙ্গাস বা ছত্রাক আছে, যাদের মাধ্যমে পা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। পায়ে দুর্গন্ধ হওয়ার আরো কিছু কারণ আছে। যেমন:
১. প্রতিদিন একই জুতা আর একই মোজা অনেক দিন ধরে ব্যবহার করা।
২. পা প্রতিদিন পরিষ্কার না করা
৩. অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ গ্রহণের পরিমাণ বাড়ালে এর প্রভাব হিসেবে এই দুর্গন্ধ বৃদ্ধি পেতে পারে।
৪. বিভিন্ন হরমোনের জন্যেও এই সমস্যা দেখা যায়। যেমন গর্ভকালীন অবস্থা, বয়ঃসন্ধিকালীন অবস্থা ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।