ব্লু সুপারমুন কী? আজ রাতে যেভাবে দেখা যাবে

ব্লু সুপারমুন

২০২৪ সালের প্রথম ‘ব্লু সুপারমুন’ দেখা যাবে ২০ আগস্ট, মঙ্গলবার। বাংলাদেশ সময় রাত ১২.২৫ মিনিটে (১৯ তারিখ দিবাগত রাত বা ২০ তারিখ) স্পষ্ট দেখা যাবে এই ব্লু সুপারমুন। অর্থাৎ আজ রাত সাড়ে ১২ টার দিকে আকাশে এই চাঁদ দেখা যাবে। প্রশ্ন হলো, কীভাবে দেখবেন?

ব্লু সুপারমুন

সাধারণত খালি চোখেই চাঁদ দেখা যায়। এই বিশেষ চাঁদও খালি চোখেই দেখা যাবে। কিন্তু বাংলাদেশের আবহাওয়া বর্ষাকালে প্রায়ই খারাপ থাকে, মেঘে ঢেকে যায় আকাশ। তা ছাড়া ঢাকার আকাশে ধুলা প্রচুর। তাই এই চাঁদ দেখা কিছুটা কষ্টকর হতে পারে। সে জন্য নদীর পাড়ে বা কোনো খোলা মাঠে গেলে চাঁদ দেখার ভালো সম্ভাবনা থাকবে। তাই সম্ভব হলে রাতে আলোকিত অঞ্চল থেকে দূরে খোলা মাঠে বা নদীর পাড়ে গিয়ে এই বিশেষ চাঁদ দেখতে পারেন।

এতক্ষণে নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে, ‘ব্লু মুন’ আসলে কী? শুরুতেই বলা দরকার, ব্লু মুন বলে মোটেই নীল রঙের চাঁদ বোঝানো হয় না। এই নামের সঙ্গে রঙের কোনো সম্পর্ক নেই। আসলে একই মাসে দুটি পূর্ণিমা হলে দ্বিতীয়টিকে বলে ব্লু মুন। আর প্রকৃতির নিয়ম মেনে প্রায় প্রতি ৩ বছরে অন্তত একবার এই ব্লু মুন দেখা যায়। কেন দেখা যায়, সেটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন।

প্রতি বছর প্রায় ১২ বার পূর্ণিমা হয়। আসলে সঠিক হিসেব করলে বছরে ১২.৪ বার পূর্ণিমা হয়। এই যে বেশি সময়টা থাকে, এ কারণে কোনো কোনো মাসে দুবার পূর্ণিমা দেখা যেতে পারে। প্রতি ২ বছর ৮ মাসে ২৪ বারের বদলে পূর্ণিমা দেখা যায় ২৫ বার। ফলে এক বছরে একই মাসে দুবার পূর্ণিমা হয়।

তবে ‘ব্লু মুন’ এবং ‘ব্লু সুপারমুন’ আবার ভিন্ন। আসলে দুই ধরনের ব্লু মুন দেখা যায়। একটা মাসিক ব্লু মুন, অন্যটা মৌসুমি ব্লু মুন। মাসিক ব্লু মুন মানে, একই মাসে দুবার পূর্ণিমার চাঁদ দেখা যাওয়া। আর মৌসুমি ব্লু মুন মানে, এক মৌসুমে চারটি পূর্ণিমার তৃতীয়টি। এটিকেই ব্লু সুপারমুন বলা হয়। এ বছর প্রথম পূর্ণিমা হয়েছে ২২ জুন, দ্বিতীয়টি ২১ জুলাই আর এখন তৃতীয়টি ২০ আগস্ট। অর্থাৎ এই মৌসুমের এটাই তৃতীয় ব্লু মুন বা ব্লু সুপারমুন।

এই ব্লু মুনের আবার নাম দেওয়া হয়েছে ‘স্টার্জন মুন’। এই নামকরণেরও একটা কাহিনি আছে। স্টার্জন একটা মাছের নাম। বিশালাকার মাছটি দেখা যায় যুক্তরাষ্ট্রের গ্রেট লেকগুলোতে। বছরের এই সময়ে স্টার্জন মাছগুলো দেখা যায় বলে ওই মাছের নামে এই চাঁদের নামকরণ করা হয়েছে স্টার্জন মুন।