স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচেই জিতে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে ভারত। এখন অপেক্ষায় আছে সুপার ফোরের। এর ঠিক আগ মুহূর্তে বড় এক দুঃসংবাদই পেল দলটি। চোটের কারণে ছিটকে গেছেন পাকিস্তানের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা। তার বদলে দলে ঢুকেছেন অক্ষর পাটেল। দলের সঙ্গে আমিরাতেই ছিলেন তিনি, জাদেজার চোটে কপাল খুলল তার।
জাদেজার চোটটা এসেছে তার ডান হাঁটুতে। এই চোট অবশ্য নতুন কিছু নয় ভারতীয় এই অলরাউন্ডারের জন্য। একই চোটে ভারতের উইন্ডিজ সিরিজের ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। আজ বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে জাদেজার সেই চোট ফিরে এসেছে আবারও। যদিও তার এই চোট সেরে উঠবে হবে, সেটা জানায়নি ভারতীয় বোর্ড।
ভারত অবশ্য চাইবে জাদেজাকে দ্রুতই ফিরে পেতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ যে দুয়ারে কড়া নাড়ছে! এর আগে ভারত এশিয়া কাপ শেষ করবে। এরপর ঘরের মাঠে সিরিজে খেলবে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এশিয়া কাপে ভারত যে দুই ম্যাচ জিতেছে, তার দুটোতেই বড় ভূমিকা রেখেছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দুটো ওভার করেছেন যাতে রান দিয়েছেন মোটে ১১ রান, এরপর ব্যাটিংয়ে নেমে তিনি খেলেন ২৯ বলে ৩৫ রান করে ভারতকে নিয়ে যান জয়ের খুব কাছে। হংকংয়ের বিপক্ষে ব্যাটিং না পেলেও বোলিংয়ে ৪ ওভারে তিনি দিয়েছেন ১৫ রান, প্রতিপক্ষের শীর্ষ রান সংগ্রাহক বাবর হায়াতের উইকেটটা তুলে নেন তিনি। সেই তাকেই এশিয়া কাপে আর পাচ্ছে না ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।