স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে নামেন মেহেদিন হাসান মিরাজ ও সাব্বির রহমান। শুরুতেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন ওপেনিং করার সুযোগ পাওয়া মিরাজ।
তবে দলীয় মাত্র ১৯ রানের সময় ৬ বল খেলে ৫ রান করে আউট হয়ে যান সাব্বির। এরপরও নিজের আগ্রাসী মনোভাব বজায় রাখেন মিরাজ। এর বদৌলতে প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৫৫ রান করে টাইগাররা।
কিন্তু এরপর হঠাৎ হয় ছন্দপতন। দলকে দুর্দান্ত সূচনা এনে দেওয়া মিরাজ দলীয় ৫৮ রানের সময় ৩৮ রান করে আউট হয়ে যান। তিনি আউট হওয়ার রেশ না কাটতেই উইকেটরক্ষক মুশফিকুর রহিম মাত্র ৫ বল খেলে ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন।
এতে হঠাৎ করেই কিছুটা ছন্দপতন হয়। পরবর্তীতে প্রথম দশ ওভারে ৮৫ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা।
সাব্বির, মিরাজ ও মুশফিক আউট হওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে সঙ্গ দিচ্ছিলেন আফিফ হোসেন। তবে ১১তম ওভারে ২২ বল খেলে ২৩ রান করে বোল্ড হয়ে যান সাকিবও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।