নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় ভাতিজার অবৈধ সম্পর্কে ৭ মাসের গর্ভবতী আপন চাচী। ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাও দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী আকরাম ভূইয়ার স্ত্রী দুই সন্তানের জননী বৃষ্টি বেগম (২৯)এর সাথে ভাসুর মোর্শেদ ভূইয়ার ছেলে হায়দুল্লাহর (২০) । সম্পর্কে তারা আপন চাচী ও ভাতিজা। তাদের বয়সের পার্থক্য প্রায় দশ বছর। চাচা আকরাম ভূঁইয়া বিদেশে যাওয়ার সময় চাচীকে দেখেশুনে রাখার জন্য বলে গেছেন আপন চাচা আকরাম ভূইয়া। এরপর থেকে চাচীর সাথে একই ঘরে থাকতেন তারা দুজন।
এক পর্যায়ে তাদের মধ্যে অসম ও অবৈধ পরকীয়ার সম্পর্ক গড় উঠে। সম্পর্কের এক পর্যায়ে চাচী গর্ভবতী হয়ে পড়েন। গর্ভধারনের পর গর্ভপাত ঘটানোর জন্য একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার এক পর্যায়ে প্রবাসী স্বামীকে জানানো হয় সে গর্ভবতী। পরে এ ঘটনা জানাজানি হলে ভাসুরের ছেলে হায়দুল্লাহর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন চাচী। শিবপুর মডেল থানার মামলা নং ২ তারিখ ২ নভেম্বর ২০২০। আসামী হায়দুল্লাহ এখন জেলে।
অভিযোগের বিবরণে জানা যায় যে, বিগত এক বৎসর পূর্বে বাদীর বসত ঘরে একা পাইয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বিবাদী। কাউকে এ বিষয়টি জানালে প্রাণে মারিয়াফেলিবে বলে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায় সে। লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাইনি চাচী। এরপর হতে প্রায় প্রতিদিন একই ভাবে চাচীর সাথে যৌনমিলন করত ভাতিজা এতে বাধা নিষেধ করলে মারপিট করত বিবাদী। বর্তমানে ৭ মাসের অন্ত:স্বত্বা চাচী। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে প্রবাসী স্বামী টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। একটি মাটির ভাঙ্গা ঘরে দুই অবুঝ শিশু সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে।



এ বিষয়ে শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম জানান, বাদী বৃষ্টি বেগমের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ২। আসামী বর্তমানে জেলহাজতে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


