স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে একরকম পাত্তাই পেল না ভারত। ইংল্যান্ডের ওভালে ফাইনালের পঞ্চম ও শেষ দিনে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্যাট কামিন্সের দল।
শেষদিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৭ উইকেট, ভারতের ২৮০ রান। আগের চারদিনের পারফরম্যান্স অনুযায়ী, অস্ট্রেলিয়ার জয়ই দেখেছিলেন বেশিরভাগ। তবে আগেরদিন বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানে যে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন সেটির ছিটেফোঁটাও দেখা গেল না। শেষদিনে মাত্র ৯০ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় ভারত। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিল ২৯০ রানে।
এই নিয়ে টানা দ্বিতীয়বার আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারল ভারত। এর আগে ২০২১ সালে আসরটির প্রথম ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।