আন্তর্জাতিক ডেস্ক : চীনের আরো ৪৭টি অ্যাপ ভারত নিষিদ্ধ করায় এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। এছাড়া দেশটিকে হুঁশিয়ারি জানিয়ে চীন বলেছে, ভারতের উচিত তার ভুল সংশোধন করা।
চীন তাদের অ্যাপ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তকে একটি ‘ইচ্ছাকৃত হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছে। এছাড়া ব্যবসায়ের স্বার্থ রক্ষার জন্য দেশটি সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।
ভারতের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর এমন অভিযোগ এনে গত মাসে টিকটকসহ চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত। এর পর নতুন করে আরো ৪৭ অ্যাপ নিষিদ্ধ করে দেশটি।
বর্তমানে মোট ২৫০টিরও বেশি চীনা অ্যাপের পর্যবেক্ষণ করছে ভারত। সেগুলোর মধ্যে হুমকির সম্মুখীন হওয়া প্রতিটি অ্যাপকে বাছাই করে বাতিল করা হচ্ছে।
চীনের দূতাবাসের মুখপাত্র জি রং এক বিবৃতিতে বলেন, ভারতের পক্ষ থেকে উই চ্যাট অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা প্রাসঙ্গিক প্রতিবেদনগুলো লক্ষ্য করেছি। গত ২৯ শে জুন ভারত সরকার চীন সংশ্লিষ্ট ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছিলো। ওই পদক্ষেপ চীনের সংস্থাগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছে।
তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে চীন। দেশটিকে তার এই ভুলগুলোকে সংশোধন করার জন্য বলা হয়েছে।
সোমবার ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এসব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। তবে নিষিদ্ধ হওয়া ৪৭টি অ্যাপের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
নতুন নিষিদ্ধ হওয়া এই অ্যাপগুলো মূলত পূর্বে নিষিদ্ধ অ্যাপগুলোর ক্লোন হিসেবে কাজ করছিলো। সেগুলোর মধ্যে রয়েছে টিকটক লাইট, হেলো লাইট, শেয়ারইট লাইট, বিগো লাইভ লাইট, ভিএফওয়াই লাইটের মতো অ্যাপ।
জি রং আরো বলেন, আমি আশ্বস্ত করতে চাই যে, চীন সরকার প্রতিনিয়ত দেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক নিয়মকানুন মেনে ব্যবসা করার কথা বলেছে। প্রতিনিয়ত এই বিষয়টি তদারকি করে চীনের সরকার। তবে ভারতেরও চীনসহ অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের আইনি অধিকার সুরক্ষিত করা উচিত।
সূত্র- ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।