Advertisement
জুমবাংলা ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ফেনী নদীতে পানি থাকলে তা ভারতকে দিলে আমাদের দেশের ক্ষতির কিছু নেই বলে দেশের বিশেষজ্ঞরা এ ব্যাপারে অভিমত দিয়েছেন।’
রবিবার দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি চুক্তিতে ভারতের কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে পশ্চিমবঙ্গ সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারে।
তিনি বলেন, ‘আমাদের ও পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সামাজিক রীতিনীতি একই। তাদের সঙ্গে মূলত ধর্ম ছাড়া আমাদের কোনো পার্থক্য নেই। পুরো ভারতবর্ষ দিতে চাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাচ্ছেন না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আশা করি, শিগগিরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।