স্পোর্টস ডেস্ক: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ মিশ্র দ্বৈতে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ফাইনালের টিকেটে পেয়েছে বাংলাদেশের দুই আর্চার দিয়া-রুবেল।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মিশ্র দ্বৈতের সেমিফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিলকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে তারা।
মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশ কোরিয়ার বিপক্ষে আগামী ১৯ নভেম্বর প্রতিদ্বন্দ্বিতা করবে।
এদিকে, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় তীর ‘২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২১’ এর ৪র্থ দিনে মঙ্গলবার সকাল ৯টা হতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাংলাদেশ দল বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের (মো. রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহা) ৬-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
সেমিফাইনালে বাংলাদেশ প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ভারতের সঙ্গে ড্র করে। পরবর্তীতে দলের প্রত্যেকে ১টি তীর ছুঁড়ে বাংলাদেশের স্কোর হয় ২৭ এবং ভারতের স্কোর হয় ২৭। উভয়ের স্কোর ২৭ হওয়ায় ভারতের দলীয় খেলোয়াড়দের তীর নিকটবর্তী হওয়ায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়েছে।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার) ৫-৩ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে কোরিয়ার নিকট পরাজিত হয়।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (শ্যামলী রায়, সুমা বিশ্বাস ও বন্যা আক্তার) ২২৬-২২৭ স্কোরে ইরানের নিকট পরাজিত হয়।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডে ১/৮ খেলায় বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৯-২২৮ স্কোরে ইরানকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ ০-৬ সেটে কোরিয়ার নিকট পরাজিত হয়।
এছাড়া জিম্বাবুয়েতে দারুণ সময় কেটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বিশ্বকাপ বাছাইয়ের আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে প্রস্তুতিটা ভালোভাবেই সারল বাংলার বাঘিনীরা।
প্রথম দুই ম্যাচের পর সোমবার (১৫ নভেম্বর) তৃতীয় তথা সবশেষ ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে সালমা-সুলতানারা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে।
কিন্তু আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও টাইগ্রেস বোলারদের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।
টি২০ বিশ্বকাপে ‘হোয়াইটওয়াশ’ বাংলাদেশ, লজ্জাজনক বিদায়ে যা বললেন অধিনায়ক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।