আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস নেতা শশী থারুর ‘ভারতীয় সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গি’ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ভারতের পুরুষদের মধ্যে নিশ্চয় কিছু না কিছু সমস্যা আছে। এসব যদি নিমূল করা না যায় কিংবা নিয়ন্ত্রণের আশা না থাকে, তবে নারীর প্রতি সহিংসতা ভয়াবহ রূপ নেবে।’
মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি ঘিরে ‘হ্যাশট্যাগ মি–টু’ আন্দোলনের প্রেক্ষাপটে গতকাল শুক্রবার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর এসব কথা বলেন।
সম্প্রতি কেরালার মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি ঘিরে ‘হ্যাশট্যাগ মি–টু’ আন্দোলন নিয়ে বেশ তোলপাড় চলছে। সিনেমার শুটিং সেটে অভিনেতা, পরিচালক কিংবা প্রযোজকের হাতে বিভিন্ন সময়ে যৌন হেনস্তার শিকার হওয়া অভিনেত্রীরা ফাঁস করে দিচ্ছেন সেসব বিব্রতকর ঘটনা। এখন পর্যন্ত ১৭ জন অভিনেত্রী হ্যাশট্যাগ মিটু আন্দোলনে সমর্থন জানিয়ে তাদের সঙ্গে ঘটনা যৌন হেনস্তার ঘটনা প্রকাশ করেছেন।
বিষয়টি নিয়ে কেরালা থেকে নির্বাচিত কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর এনডিটিভিকে বলেন, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন।’
মি–টু আন্দোলনে সমর্থন জানিয়ে জনপ্রিয় এই নেতা বলেন, ‘২০১২ সালের নির্ভয়া ট্র্যাজেডি এবং ২০২৪ সালে সাম্প্রতিক আরজি কর হাসপাতালের ধর্ষণ এবং হত্যার মতো আলোচিত মামলা থাকার পরও এই সমস্যাগুলো মোকাবিলায় যথেষ্ট অগ্রগতি নেই। ১২ বছরেও কিছুই পরিবর্তন হয়নি।’
প্রতিদিন গণমাধ্যমে যত যৌন নির্যাতনের খবর প্রকাশ হয়, তা উদ্বেগজনক বলে মন্তব্য করেন শশী থারুর। তিনি বলেন, ‘এসব খবর বিভিন্ন জনগোষ্ঠীর নারীদের ওপর নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব ফেলে।’
মি–টু আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কেরালার ভূমিকা প্রশংসনীয় বলেও উল্লেখ করেন এই প্রভাবশালী রাজনীতিবিদ। একই সময়ে তিনি বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আটকে থাকা সমস্যাগুলো প্রকাশ্যে আসছে। এটি সাধুবাদযোগ্য। তবে যৌন নিপীড়নের বিষয়ে বিচারপতি হেমা কমিটির রিপোর্ট প্রকাশে কেরালা সরকারের বিলম্ব অবশ্যই অমার্জনীয় অপরাধ।’
উল্লেখ্য, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির যৌন কেলেঙ্কারি নিয়ে হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পরই একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। এ অবস্থায় ভেঙে দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস নামের প্রভাবশালী সংগঠনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।