জুমবাংলা ডেস্ক : ভারতীয় খোলা কিংবা প্যাকেটজাত ছোট-বড় সব ব্র্যান্ডের লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবচেয়ে বেশি পরিমাণে প্লাস্টিক কণা পাওয়া গেছে আয়োডিনযুক্ত লবণগুলোতে। লবণগুলোতে বিভিন্ন রঙের পাতলা তন্তু আকারে প্লাস্টিক কণাগুলো ছিল।
গতকাল মঙ্গলবার প্রকাশিত এক গবেষণাপত্রে এমন তথ্য বেরিয়ে এসেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিক’ শিরোনামে প্রকাশিত ওই গবেষণা পরিচালনা করেছে টক্সিকস লিংক নামে একটি গবেষণা সংস্থা। এ ক্ষেত্রে সংস্থাটি ভারতের বাজারে পাওয়া যায় এমন সাধারণ লবণ, রক সল্ট, সি সল্ট, খোলা লবণসহ অন্তত ১০ ধরনের লবণ পরীক্ষা করেছে। আর অনলাইন ও স্থানীয় বাজারগুলো থেকে সংগ্রহ করা পাঁচ ধরনের চিনি নিয়ে পরীক্ষা করে তারা।
টক্সিকস লিংকের গবেষণায় বেরিয়ে আসে, পরীক্ষা করা সব লবণ ও চিনিতেই মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি ছিল। মাইক্রোপ্লাস্টিক উপাদান পরীক্ষা করা এসব লবণ ও চিনিতে ফাইবার, পেলেট, ফিল্মস ও ফ্র্যাগমেন্টস রূপে বিরাজ করছিল। প্লাস্টিক কণাগুলোর আকার ০.১ মিলিমিটার থেকে ৫ মিলিমিটার পর্যন্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি পরিমাণে প্লাস্টিক কণা পাওয়া গেছে আয়োডিনযুক্ত লবণগুলোতে। লবণগুলোতে বিভিন্ন রঙের পাতলা তন্তু আকারে প্লাস্টিক কণাগুলো ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।