স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ক্যারিয়ারের শুরু না হতেই বিতর্কে জড়িয়ে পড়লেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক করেন পাকিস্তানি তরুণ পেসার নাসিম শাহ। ইতিমধ্যে তার বয়স নিয়ে চলছে বিতর্কও।
এমন বিতর্কে নাসিমকে নিরাপদ রাখতে এবার মাঠে নামল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তরুণ এই পেসারের বয়স নিয়ে বিতর্কটি শুরু পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিকের পুরনো এক টুইট বার্তা থেকে।
পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক ২০১৮ সালের ১ ডিসেম্বর তার টুইট বার্তায় নাসিমের বয়স ১৭ উল্লেখ করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকের সময় নাসিমের বয়স ১৬ বলে জানানো হয়েছে।
আর তাই নাসিমের বয়স নিয়ে এখন রীতিমতো হাসি-ঠাট্টা চলছে সামাজিক মাধ্যমে। চুপ করে ছিলেন না ভারতীয় সাবেক ক্রিকেটার মোহাম্মাদ কাইফ। নাসিমের বয়স নিয়ে কাইফ তার টুইট বার্তায় লিখেন, ‘দেখে মনে নাসিমের বয়স দিন দিন কমছে’।
কাইফের এমন টুইট দেখে চুপ থাকতে রইলো না পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি’র সিইও ওয়াসিম খান বলেন, আপনারা নাসিমের মুখের দিকে তাকান। তাতে বয়স বাড়ার কোনও লক্ষণ নেই বললেই চলে। ও অনেক পরিণত। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বলে লোকে প্রশ্ন তুলছে। কিন্তু আসল কথা হল যে ওর বয়স মোটে ১৬ বছর। এতে ভারতীয়রা কী ভাবছে তাতে আমাদের কিছু আসে-যায় না।
সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।