আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। রবিবার (২৬ জুলাই) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়। অবৈধভাবে পাকিস্তানের আকাশ সীমায় অনুপ্রেবেশের দায়ে বিতর্কিত কাশ্মীর সীমান্তে এটি ভূপাতিত করা হয়। বলা হয়, পাকিস্তানের আকাশসীমার ২০০ মিটার ভেতরে ঢুকে পড়ে ভারতের চরবৃত্তির কোয়াডকপ্টার। পান্দু সেক্টরের কাছে এটিকে ভূপাতিত করা হয়। তথাকথিত নিয়ন্ত্রণ রেখার কাছে সেক্টরটি অবস্থিত। যেখানে কয়েক দশক ধরে দু’পক্ষের সেনারা মুখোমুখি অবস্থান করছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী উইং জানিয়েছে, এ নিয়ে চলতি বছরে ভারতের ১০টি কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে তারা।
জম্মু এবং কাশ্মীর পাকিস্তান-ভারত উভয় দখল করে আছে। দু’পক্ষ পুরো জম্মু-কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। পাকিস্তানের দখল করা অংশ আজাদ কাশ্মীর। ভারতের অংশ জম্মু ও কাশ্মীর। একটি অংশ চীনের দখলে। যা আকসাই চীন নামে পরিচিত।
১৯৪৭ সালে ভারত ভাগের পর ইসলামাবাদ-নয়াদিল্লি তিনবার- ১৯৪৮, ১৯৬৫ এবং ১৯৭১ সালে যুদ্ধে জড়িয়েছে। দু’বার জড়িয়েছে কাশ্মীর নিয়ে। কাশ্মীরের কয়েকটি গোষ্ঠী ভারতের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। তাদের কেউ কেউ পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চায়।
বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী ১৯৮৯ সালে ওই দ্বন্দ্ব শুরুর পর বিভিন্ন সময়ে নির্যাতন, নিপীড়নে এক লাখের মতো মানুষ প্রাণ হারিয়েছে।
গেলো আগস্টে ভারত সরকার তাদের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। যার মাধ্যমে জম্মু-কাশ্মীর স্বায়াত্ত্বশাসন ভোগ করতো। একই সময় বাতিল করা হয় সংবিধানের ৩৫-এর এ ধারা। ওই ধারায় বিশেষ মর্যাদা পেতো কাশ্মীরের বাসিন্দারা। পাশাপাশি জম্মু এবং কাশ্মীরকে কেন্দ্র নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে দু’টি অংশে ভাগ করে মোদি সরকার।
তারপর সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। অবরুদ্ধ করা হয় বাসিন্দাদের। বন্ধ করে দেয়া হয় যোগাযোগের সব ব্যবস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।