আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্থান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসের উৎসস্থলে আঘাত করার অধিকার রয়েছে ভারতের। ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানির এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে কড়া জবাব দিয়েছে পাকিস্তান। এই মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ ও প্ররোচনামূলক বলে বিবৃতি জারি করেছে ইসলামাবাদ।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের ভূখন্ডের ভিতরে অথবা আজাদ জম্মু কাশ্মীরে ভারতের যেকোনো আগ্রাসী তৎপরতাকে রুখে দেয়ার জন্য পাকিস্তান প্রস্তুত। এ বিষয়ে কারো সন্দেহ থাকা উচিত নয়।
বালাকোটে ভারতের ‘মিস অ্যাডভেঞ্চারের’ অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ টেনে ইমরান খান সরকারের পাল্টা হুঁশিয়ারি, ওই ঘটনার কথা ভারত যেন ভুলে না যায়।
যদিও কূটনৈতিক মহল মনে করছে, ভারতের নতুন সেনাপ্রধানের মন্তব্যে চাপে পড়েই পাল্টা হুঁশিয়ারি-হুমকির কথা বলছে পাকিস্তান।
নতুন সেনাপ্রধান হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন মনোজ মুকুন্দ নারাভানি। ওই দিনই সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের উৎসস্থলে পূর্ব-পরিকল্পিত আঘাত করার অধিকার ভারতের রয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটে অভিযান তারই প্রমাণ বলেও মন্তব্য করেন জেনারেল নারাভানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।