যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ফাইনালেও নিজের সেরাটা দিয়ে দেশকে আরেকবার ক্রিকেট উৎসবে মাতাতে চান তিনি।
আজ রোববার (৭ ডিসেম্বর) ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
হাইভোল্টেজ এই ম্যাচের আগে নিজে্র অনুভূতি জানিয়েছেন তামিম। বিসিবি প্রকাশিত ভিডিওতে অধিনায়ক বলেছেন, চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাসী তার দল। তিনি বলেন, ‘বর্তমানে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন আছি। এবং ওইটা ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করব। অবশ্যই চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য রাখি।’
অন্তর্বর্তী সরকারের চার মাস : বেসামাল বাজার, বাড়তি চাপ অপপ্রচারে
এশিয়া কাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই অনুপ্রেরণা কাজে আসবে বিশ্বাস অধিনায়কের, ‘আমরা প্রস্তুতি ম্যাচে ওদেরকে হারিয়েছি এটা আমাদের একটা অনুপ্রেরণা। এবং এটা নিয়ে আমরা ফাইনালে ভালো করার চেষ্টা করব। এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।