ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক তথ্যে জানা গেছে, এতে অন্তত চারজন নিহত ও অনেক যাত্রী আহত হয়েছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিলাসপুর-কাটনি রেলপথের লাল খাদান এলাকায় স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে কোরবা যাত্রীবাহী ট্রেনটি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিলাসপুর জেলার পুলিশ সুপার রজনীশ সিং বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে।দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর আটকে থাকা জীবিতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধারকৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘটনাস্থলে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতদের অনেককেই ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষে রেললাইনের বৈদ্যুতিক তার ও সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই অঞ্চলের রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ একাধিক এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেনের যাত্রা স্থগিত বা বিকল্প রুটে চালুর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থাও করা হচ্ছে।
চিকিৎসা শিক্ষায় বড় সুখবর! মেডিকেল শিক্ষকদের জন্য ৭০% প্রণোদনা ঘোষণা
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল ত্রুটি বা মানবিক ভুলের কারণে এ সংঘর্ষ ঘটতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



