ভারতে পালানোর সময় শিশুসহ ১১ বাংলাদেশিকে জঙ্গলে রেখে পালিয়েছে দালাল

Sundarban

জুমবাংলা ডেস্ক : ভারতে পালানোর চুক্তি করে বাংলাদেশ থেকে পালাতে গিয়ে ভারতের সুন্দরবনে আটকা পড়েছেন পাঁচ শিশুসহ ১১ বাংলাদেশি। তাদেরকে সুন্দরবনে রেখেই পালিয়েছে দালালরা। শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেন ভারতীয় বন দপ্তরের কর্মীরা।

Sundarban

এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম আজকাল। রবিবার এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নিয়েছে পাঁচ শিশু-সহ ১১ জন বাংলাদেশি। টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের হাতে উদ্ধার হয় তাঁরা। এদের মধ্যে পাঁচজন মহিলা ও একজন পুরুষ ছিল।

বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য আলিপুর আদালতে পেশ করা হয় তাদের।

জানা যায়, উদ্ধারকৃত সবার বাড়ি বাংলাদেশের খুলনায়।‌ তাদের কারও নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের বাংলাদেশে অস্থিরতা শুরু হয়। তাদের অভিযোগ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাঁরা। ভারতে যাওয়ার জন্য এক দালালের শরণাপন্ন হন তাঁরা।

গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি মহিলার জানান, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু ভারতীয় সীমান্তে যাওয়ার পর দালাল তাঁদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

কর্মক্ষেত্রে সপ্তাহে ৩ দিন ছুটি দিতে চায় জাপান সরকার

শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে পুরুষদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।