নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত মেট্রো রেল ও ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বাস চলাচলের বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে।
গত সপ্তাহে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রাজ্যগুলোকে করোনার হটস্পট চিহ্নিত করতে লাল, সবুজ এবং কমলা অঞ্চলে ভাগ করার অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়াও নতুন কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে চতুর্থ দফার লকডাউনে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পযর্ন্ত জারি করা হবে ‘নাইট কারফিউ’। প্রয়োজনে ১৪৪ ধারা জারি করতে পারবে স্থানীয় প্রশাসন। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ে রাস্তায় কেউ বের হতে পারবে না। এছাড়া ৬৫ বছরের বেশি ও ১০ বছর পর্যন্ত বয়সী শিশুদের বাড়ির বাইরে বের হতে দেওয়া হবে না। বাড়ির বাইরে যেতে পারবেন না অন্তঃসত্ত্বা নারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।