ভারতে ২০৯ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নতুন করে একদিনে ১৮ হাজার ৩৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এটি ২০৯ দিনের মধ্যে সর্বনিম্ন।

দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৪৮ জনে। বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ৯০২ জনে, যা গত ২০১ দিনের মধ্যে সবচেয়ে কম।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে মঙ্গলবার এ কথা জানা গেছে।

করোনায় ভারতে নতুন করে মারা গেছে ২৬৩ জন । এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৪৯ হাজার ২৬০ জনে। দেশটিতে গত ১১ দিন ধরে করোনা সংক্রমণের সংখ্যা ৩০ হাজারের নিচে রয়েছে।

মোট সংক্রমণের ০.৭৫ শতাংশ বর্তমানে অসুস্থ রয়েছে, যা ২০২০ সালের মার্চের পর সর্বনিম্ন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৩ শতাংশ , যা ২০২০ সালের মার্চের পর সর্বোচ্চ। সূত্র: বাসস