আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর অঞ্চলের লাদাখে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় বাহিনীর তিন জন সেনা নিহত হয়। রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন এক ভারতীয় কর্নেল এবং দুই জওয়ান। সেনা সূত্রে খবর, গতকাল সোমবার (১৫ জুন) রাতে লাদাখের (Ladakh) গলওয়ান উপত্যকায় (Galwan Valley) এই সংঘর্ষ ঘটে।
ভারত চীন যখন সীমান্তের সমস্যা মেটানোর চেষ্টা করছে, তখনই নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে লাদাখ সীমান্তে। সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে লাদাখ। সেনার ক্ষয়ক্ষতি হয়। শহীদ হন সেনার এক অফিসার। কর্নেলই নয়, ভারতীয় সেনার দুই জওয়ানেরও মৃত্যু হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতের তরফে চেষ্টা চালানো হচ্ছে। দুই তরফের উচ্চপদস্থ সেনা আধিকারিকরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছেন। সেনার তরফে প্রথমে বিবৃতি দিয়ে এই তথ্য দেওয়া হলেও, পরে বিবৃতি বদলানো হয়। ভারতীয় সেনা জানায়, দুই তরফেই বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কোনও গুলি চলেনি বলে জানানো হয়। গত পাঁচ সপ্তাহ ধরে পূর্ব লাদাখের প্যাংগং লেক, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দৌলত বেগ উত্তপ্ত। উল্লেখ্য, ৬ই জুনের দ্বিপাক্ষিক বৈঠকে সমাধান মিলেছিল অনেকটাই।
প্রায় আড়াই কিলোমিটার পিছিয়ে গিয়েছিল চীন সেনা। লাদাখ নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, লেফটেন্যান্ট জেনারেলদের বৈঠকে তার সমাধান হয়েছিল। ফের বৈঠকে বসে ভারত চীন। গালওয়ান সীমান্তে মেজর জেনারেলদের বৈঠকে আলোচনায় উঠে আসে সীমান্তে দুই দেশের সেনার অবস্থানের কথা। লাদাখে ভারত চীন সীমান্ত সমস্যা মেটাতে পাঁচ বার বৈঠক করে দুই দেশ। এর আগে ব্রিগেডিয়ার পর্যায়ের ও কর্ণেল পর্যায়ের বৈঠক হয়। দুই দেশের সেনাই সম্মত হয় নিজের নিজের অবস্থানে থাকতে। সেনা মুভমেন্ট ও পজিশনে কোনও পরিবর্তন আনা হবে না বলে মৌখিক সম্মতি দেয় দুই দেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



