আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় বেনাপোল স্থলবন্দরে ইমিগ্রেশনের ভেতর আব্দুর রহিম নামে এক যাত্রী স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে আসার পর তার মৃত্যু হয়। তিনি ঢাকার ঢাকশিন খান এলাকার জহিরুল হকের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজিবুর রহমান জানান, রোববার দুপুরে ভারত থেকে চিকিৎসা নিয়ে আব্দুর রহিম নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ইমিগ্রেশনে আসার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তার ইমিগ্রেশন কার্যক্রম দ্রুত কাজ শেষ করে দেওয়া হয়।
ইমিগ্রেশন থেকে বের হওয়ার সময় আন্তজার্তিক প্যাসেঞ্জার র্টামিনাল ভবনের কোন এক জায়গায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।