ভালোবাসার প্রমাণ দিতে এ কী করল কিশোরী

ভালোবাসার প্রমাণ দিতে এ কী কাণ্ড করল কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক : মনের মানুষের প্রতি ভালোবাসা কতটা খাঁটি, তা প্রমাণ করতে গিয়ে নিজের জীবনকেই বাজি ধরল এক কিশোরী।

এইচআইভি আক্রান্ত প্রেমিকের শরীর থেকে রক্ত নিয়ে তা নিজের দেহে প্রয়োগ করল ১৫ বছর বয়সি এক কিশোরী।

ভালোবাসার প্রমাণ দিতে এ কী কাণ্ড করল কিশোরী

ভারতের আসামে সুয়ালকুচি জেলার এই ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা নেট দুনিয়ায়। খবর আনন্দবাজার পত্রিকার।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীরও। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, ফেসবুকে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর আলাপ হয়েছিল। তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। বেশ কয়েক বার প্রেমিকের সঙ্গে পালিয়েও গিয়েছিল সে।

পরে কিশোরীকে ফেরায় তার পরিবার। কিন্তু এবার কিশোরীর এই কাণ্ডে হতবাক হয়ে গেছেন তার পরিবারের সদস্যরা।

ওই কিশোরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় চিকিৎসকেরা। যে কাজ ওই কিশোরী করেছে, তাতে প্রাণসংশয় পর্যন্ত হতে পারে বলে তারা জানিয়েছেন।

চিহ্নিত হয়েছে ‘দুর্বল’ ১০ ব্যাংক, তালিকায় প্রথম যে ব্যাংকের নাম