ভালোবাসা ও মাতৃভাষা দিবস ঘিরে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা

ঝিনাইদহ ফুলের চাষ
ঝিনাইদহ ফুলের চাষ
ছবি: সংগৃহীত

জুমবাংলা ডেস্ক: ফেব্রুয়ারি মাস জুড়ে নানা দিবস থাকে। বিশেষ করে বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসগুলোতে বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা

রোববার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা যায়, মাঠে মাঠে জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ নানা রঙের ফুলের সমারোহ।

ভালো ফলন পেতে শেষ সময়ে ফুল বাগানে পরিচর্যা চলছে। সেই সঙ্গে করা হচ্ছে আগাছা পরিষ্কার, সেচ, সার ও কীটনাশক স্প্রে। বাজার দর প্রথম দিকে কম থাকলেও এখন বেশ ভালো। তবে আগামী দিবসগুলোতে চড়াদামে ফুল বিক্রি করতে পারলে সারা বছরের খরচ উঠিয়ে লাভবান হবেন এমনটাই আশা চাষিদের।

এদিকে ফুলের ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার।

তিনি বলেন, ফাল্গুন, ভালোবাসা দিবস ও ২১শে ফেব্রুয়ারিসহ বিভিন্ন সামাজিক ও পরিবারিক অনুষ্ঠানের ফুলের ব্যবহার বেড়ে যাওয়ায় চাষিরা ফুল চাষ করে লাভবান হচ্ছেন। আমাদের কৃষি অধিদফতর থেকে তাদের ফুল চাষে উৎসাহিত করা হচ্ছে এবং সেই সঙ্গে তাদের এগিয়ে নেয়ার জন্য আমরা সর্বদা কাজ করছি।

কৃষি অফিসের তথ্য মতে, এখন পর্যন্ত জেলার ৬ উপজেলায় ১২৪ হেক্টর জমিতে ফুলের আবাদ করা হয়েছে।#আমাদের সময়