বাঁচতে চেয়ে সোশাল মিডিয়ায় অনুরোধ জানানোর ২৪ ঘণ্টা না পেরোতেই করোনায় মারা গেলেন ওয়েব সিরিজের খ্যাত অভিনেতা ও ইউটিউবার রাহুল বোহরা। রবিবার অভিনেতার মৃত্যুর বিষয়টি সোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন পরিচালক-চিত্রনাট্যকার অরবিন্দ গৌর।
করোনা আক্রান্ত হওয়ার পর যেখানে ভর্তি ছিলেন রাহুল, সেখানে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছিল না। তাই শনিবার সোশাল মিডিয়ায় তাকে ভালো কোনো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।
মৃত্যুর আগে শেষ পোস্টে রাহুল লেখেন ‘আমার ভালো করে চিকিৎসা হলে আমিও বেঁচে যেতাম, আপনাদের রাহুল বোহরা’। লেখেন, ‘আমি করোনা আক্রান্ত। চার দিন ধরে হাসপাতালে ভর্তি। কিন্তু শরীরের কোনো উন্নতি হচ্ছে না। অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। যেখানে অক্সিজেন পাওয়া যাবে, তেমন কোনো ভালো হাসপাতালে ভর্তি হতে পারলে বেঁচে যেতাম। পাশে কেউ নেই আমাকে দেখার মতো। পরিবারের পক্ষেও কিছু করা সম্ভব নয়। কেউ যদি সাহায্য করেন, তাই বাধ্য হয়েই আমার এই পোস্ট’।
ফেসবুকে দেওয়া পোস্টে রাহুল আরো লেখেন, ‘মনের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। আবার জন্ম নেব খুব তাড়াতাড়ি। তখন ভালো কাজ করব’।
পরিচালক অরবিন্দ গৌর অভিনেতার মৃত্যুর পরে লিখেছেন, ‘আমার প্রতিভাবান অভিনেতা আর নেই। কালকেই আমাকে বলেছিল একটু ভালো চিকিৎসা পেলে বেঁচে যাব। কিন্তু বাঁচানো যায়নি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।