
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুন নাহার। তিনি সর্বশেষ রাজধানীর দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়। অন্য আদেশে কামরুন নাহারকে অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ঐতিহ্যবাহী এই বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগে অনিয়ম হওয়ার কারণে অভ্যন্তরীণ সমস্যার সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সবুজবাগ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে গত বছর ১৫ সেপ্টেম্বর নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু নিয়োগের পর থেকে অভিভাবক ও সংশ্লিষ্টরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন।
এই নিয়ে গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার তদন্ত করেন। তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা হওয়ার পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অধ্যক্ষ ফওজিয়াকে প্রত্যাহার করে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক কামরুন নাহারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।