জুমবাংলা ডেস্ক : ঢাবি প্রতিনিধি মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীদের হামলায় আহত ভিপি নুরুল হক নুরসহ আহত ৫ জনের উন্নত চিকিৎসার জন্য ৯ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ মো. রাজিউল হককে প্রধান করে নয় সদস্যবিশিষ্ট এ বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া অর্থোপেডিক, নাক-কান-গলা (ইএনটি), অ্যানেস্থেশিয়া, নেফ্রোলজিসহ আরো ৮টি বিভাগের ৮ জন চিকিৎসককে নিয়ে এই বোর্ড গঠন করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, আগামীকাল ১০টায় এই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের চিকিৎসার জন্য বোর্ড বসবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের উন্নত চিকিৎসা প্রদান করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রোববার দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুলের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


