আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ভূমধ্যসাগরে আবার গবেষণা জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। গভীর সমুদ্রে খনিজ সম্পদ আহরণ নিয়ে গ্রিসের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই সোমবার জাহাজটি অনুসন্ধান শুরু করবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
মেরিটাইম সতর্ক ব্যবস্থা ন্যাভটেক্স-এর বার্তা অনুসারে, তুরস্কের নৌবাহিনী জানিয়েছে, তাদের গবেষণা জাহাজ ওরুক রেইস গ্রিক দ্বীপ কাস্টেলোরিজোর দক্ষিণ এলাকায় সোমবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।
বিরোধপূর্ণ জলসীমায় এর আগেও ওরুক রেইস সিসমিক গবেষণা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল তুরস্ক। গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অনুসন্ধান থামানোর আহ্বান প্রত্যাখ্যান করেই কার্যক্রম চালিয়ে যায় তুর্কি জাহাজ।
ন্যাভট্যাক্সের বার্তা অনুসারে, ওরুক রেইস আটামন ও চেঙ্গিস খান নামের দুটি জাহাজের সঙ্গে যোগ দেবে।
তুরস্কের জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ফাতিহ দোনমেজ এক টুইট বার্তায় বলেছেন, ওরুক রেইসের মেরামত সম্পন্ন হয়েছে। এখন পূর্ব ভূমধ্যসাগরে সিসমিক কর্মকাণ্ড চালাবে এটি।
দোনমেজ আরও বলেন, আমরা গবেষণা, কূপ খনন ও আমাদের অধিকার রক্ষায় কাজ করে যাবো। যদি ওই এলাকায় প্রাকৃতিক সম্পদ থেকে থাকে তাহলে তা খুঁজে বের করতে প্রতিজ্ঞাবদ্ধ তুরস্ক।
এর আগে জুলাই মাসে তুরস্কের সরকার ঘোষণা দেয়, গ্রিক দ্বীপের কাছাকাছি এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান স্থগিত করবে। এরপরই ওরুক রেইস সাগর থেকে বন্দরে ফিরে আসে। ওই সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছিলেন, গ্রিসের সঙ্গে উত্তেজনা কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ দেওয়া হবে। সূত্র: মিডলইস্ট মনিটর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।