স্পোর্টস ডেস্ক: ২০০৮ সালে আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাককুলাম। তাঁর ওই ১৫৮ রানের ইনিংস আজও নাইট সমর্থকদের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে রয়েছে। তারপর কেটে গিয়ে ১৫ বছর। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) ভেঙ্কটেশ আইয়ার আইপিএল টুর্নামেন্টে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় শতরানটি হাঁকালেন। আর সঙ্গেই কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতেও দ্বিতীয় শতরান চলে এল। এই ম্যাচে ভেঙ্কি ১০৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন অঙ্কের রানে পৌঁছতে না পৌঁছতেই ‘বিশেষ’ সেলিব্রেশন করলেন তিনি। আর একইসঙ্গে সাইডলাইনে সুহানা খানকে দেখতে পাওয়া যায়। শাহরুখ কন্যা হাততালি দিয়ে অভিবাদন জানান।
তবে ভেঙ্কটেশ আইয়ারের এই ইনিংস যে সকলের নজর কেড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মুম্বইয়ের ডেবিউট্যান্ট ক্রিকেটার অর্জুন তেন্ডুলকরে শুরুতেই তিনি একটি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে স্বাগত জানিয়েছিলেন। তবে ম্যাচের চতুর্থ ওভারে তাঁর পায়ে চোট লাগে। দেখে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল যে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন চিকিৎসকেরা। আইয়ারকে পেইন কিলার দেন।
এই চোটের পর খুব স্বাভাবিকভাবেই আইয়ারের দৌড়তে সমস্যা হচ্ছিল। সেকারণে তিনি আরও বেশি করে বাউন্ডারি হাঁকাতে শুরু করেন। তবে উলটোদিক থেকে তিনি সেভাবে কোনও সাহায্য় পাননি। পাঁচটি বাউন্ডারি এবং ৯টি ছক্কা হাঁকিয়ে কেকেআর ব্রিগেডের এই তারকা ব্যাটার শতরান পূরণ করলেন। তবে ৫১ বলে ১০৪ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
এই মাইলফলক স্পর্শ করার পর ভেঙ্কটেশ কেকেআর ডাগ আউটের দিকে মুখ করে বিশেষ সেলিব্রেশন করলেন। শতরান করার পর তিনি দুই হাত জড়ো করে মাথা নত করলেন। সেইসময় স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সুহানা খান। তিনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আইয়ারের শতরানের পর তিনি হাততালি দিতে শুরু করেন।
কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শেষ হওয়ার ঠিক পরেই ভেঙ্কটেশ আইয়ার বললেন, ‘মুম্বইয়ে এসে এমন একটি ইনিংস আমার কাছে বরাবরই খুব স্পেশাল। খুব ভালো লাগছে। তার থেকেও ভালো লাগছে শতরান করতে পেরে। আমি মনে করি আমাদের দলের ক্রিকেটাররা এই রানটা ডিফেন্ড করতে পারবে। আমি সবসময় দলের জন্য খেলতে চাই। ৬ ওভারে দাঁড়িয়ে কখনই ১৬ ওভারের কথা আমি চিন্তা করি না। বর্তমান পরিস্থিতির উপর ফোকাস করতে বেশি পছন্দ করি। বেশি দুরের কিছু আমি ভাবতে চাই না।’
এই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারের শতরানের উপর ভর করে কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে ১৮৫ রান তোলে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩২টি আইপিএল ম্যাচের মধ্যে এটা কলকাতার তৃতীয় সর্বাধিক রান। ইতিপূর্বে ২০১৯ সালে ২ উইকেটে ২৩২ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর ২০১৬ সালে করেছিল ৫ উইকেটে ১৮৭ রান।-এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।