ভেরিফাইড আইডিতে টিপ পরা ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ

দিপু মনি

জুমবাংলা ডেস্ক : ‘টিপ পরা’ নিয়ে রাজধানীতে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের ইউনিফর্মধারী এক ব্যক্তির বিরুদ্ধে।

দিপু মনি

সোশ্যাল মিডিয়ায় নারীরা জানাচ্ছেন প্রতিবাদ। নারীদের সঙ্গে যুক্ত হয়েছেন পুরুষরাও। নিজেদের টিপ পরা ছবি শেয়ার করছেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (০৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফাইড ফেসবুকে টাইমলাইনে টিপ পরিহিত সাতটি ছবি পোস্ট করেন শিক্ষামন্ত্রী। ক্যাপশনে লেখেন ‘আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালী, আমি নারী’।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গতকাল শনিবার (০১ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার বাসা থেকে কলেজের দিকে যাচ্ছিলেন। তার কপালে টিপ পরা ছিল।

এবারের ঈদে টানা ছুটি নিয়ে বড় সুখবর সুযোগ

রাস্তায় তা দেখেই ক্ষেপে যান পুলিশের এক সদস্য। তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রতিবাদ করলে ওই শিক্ষিকার ওপর মোটরসাইকেল তুলে দেওয়ারও চেষ্টা করেন। ফার্মগেটের সেজান পয়েন্ট বিল্ডিংয়ের সামনে ঘটে এমন ঘটনা।