জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরব থানার শহরের কমলপুর এলাকার ফার্মেসির মালিক করোনায় আক্রান্ত হওয়ার পর আজ আরেক পুলিশের এসআই করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৩ জনে দাঁড়ালো।
কিশোরগঞ্জের ভৈরবে শহরের কমলপুর এলাকার ফার্মেসির মালিক আক্রান্ত হওয়ার পর আবারও হোম কোয়ারেন্টাইনে থাকা আরেক পুলিশের এসআই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাত্তয়া গেছে। এর আগে আক্রান্ত হওয়া পুলিশ কর্মকর্তার সহকর্মী হিসেবে তার সংস্পর্শে এসে তিনিও আক্রান্ত হন।
তার আগে ওই পুলিশ সদস্য যে ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করতেন তিনিও আক্রান্ত হয়। এ নিয়ে হোমকোয়ারান্টাইনে থাকা দুজনসহ মোট তিন জন আক্রান্তের ঘটনা ঘটনা ঘটেছে বলে জানিয়ছেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।
তিনি আরও জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আক্রান্ত পুলিশ সদস্যসহ সন্দেহভাজন ৭ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হলে আজ মঙ্গলবার বিকেলে আইইডিসিআর থেকে আসা রিপোর্টে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বাকি ছয় জনের রিপোর্ট নেগেটিভ আসে। আইইডিসিআরের বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
আক্রান্ত ব্যক্তির চলাফেরার খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভৈরব করোনাপ্রতিরোধ কমিটি।
গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভৈরব থানার এক এসআইয়ের করোনাভাইরাস পজেটিভ হলে তাকে ঢাকার কুর্মিটোলায় চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই রাতেই থানায় কর্মরত দুই পরিদর্শকসহ (ওসি) ৬৯ পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে কিশোরগঞ্জ পুলিশ লাইনস থেকে নতুন ৩৫ পুলিশকে দায়িত্ব দেয়া হয় ভৈরব থানায়।
ভৈরব উপজেলাকে আশপাশের অন্যান্য জেলা-উপজেলা থেকে করা হয় লকডাউন। উপজেলা লকডাউনের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) রুম, পুরুষ ও মহিলা ওয়ার্ড, স্বাস্থ্য কমপ্লেক্স (চন্ডিবের) এলাকার মর্ডান হাসপাতাল, শহরের কমলপুর এলাকার মনি ব্যাচেলার্স (মেস) এর গলি, গলির মুখের দোকান, কেয়ার ফার্মেসি, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চক বাজার, আকবরনগর বাজার এবং শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকা সম্পূর্ণরূপে অবরুদ্ধ থাকার নির্দেশনা জারি করে উপজেলা প্রশাসন।
করোনা আক্রান্ত ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ অপর ৪ চিকিৎসক এবং একজন স্বাস্থ্য সহকারীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।