নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: রাজনৈতিক নেতাদের পেশা, সংসার চালানোর উপায় এবং সম্পদের পরিমাণ ভোটের আগে জনগণের জানা উচিত বলে মন্তব্য করেছেন নবগঠিত রাজনৈতিক দল জনতার দলের সদস্যসচিব মো. আজম খান।
তিনি বলেন, “রাজনীতিতে স্বচ্ছতা আনতে হলে জনগণকে সচেতন হতে হবে। ভোট চাইতে এলে মুখের ওপরই জানতে হবে—আপনার আয় কত, সম্পদ কোথা থেকে এলো। এসব প্রশ্নের জবাব দিতে না পারলে দুর্নীতি কখনো কমবে না।”
রোববার (১২ অক্টোবর) দুপুরে গাজীপুরে জনতার দলের জেলা ও মহানগর কমিটির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন দলের জেলা কমিটির আহ্বায়ক মো. সামসুদ্দিন খন্দকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সদস্যসচিব আবু জাফর রিপন, মহানগর আহ্বায়ক নূরুল ইসলাম, মহানগর সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুল, কালীগঞ্জ উপজেলা সদস্যসচিব মো. নোমান প্রমুখ।
আজম খান আরও বলেন, “গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতায় এনেও মানুষ কাঙ্ক্ষিত পরিবর্তন পায়নি। দেশ এখনও একই বৃত্তে ঘুরছে। ভালো মানুষ রাজনীতিতে আসছেন না বলেই সমাজে অরাজকতা বাড়ছে। জনতার দল সেই অবস্থার পরিবর্তন আনতে চায়। যত বেশি সৎ ও যোগ্য মানুষ রাজনীতিতে আসবেন, ততই চাঁদাবাজ-সন্ত্রাসীরা রাজনীতি থেকে দূরে সরে যাবে।”
সভা শেষে ফিতা কেটে জনতার দলের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন করেন সদস্যসচিব আজম খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।