জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটির ৭৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাশুর ও ছোট ভাইয়ের বউ। ভাশুরের বিরুদ্ধে প্রচারে বাধা দেয়া ও পোস্টার ছিঁড়ে ফেলাসহ নানা অভিযোগ করছেন প্রতিদ্বন্দ্বী। এ নিয়ে কৌতুহল থাকলেও এলাকার উন্নয়নে সচেষ্ট প্রার্থীকে বেছে নেয়ার কথা বলছেন ভোটাররা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপির সমর্থন নিয়ে ঘুড়ি প্রতীকে লড়ছেন আকবর হোসেন। একই ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন আকবর হোসেনের ছোট ভাইয়ের স্ত্রী সোনিয়া হোসেন।
ভোটের মাঠে ভাশুর – ছোট ভাইয়ের বউ। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দুইজনই বলছে কেউই সরে দাঁড়াবে না।
৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আকবর হোসেন বলেন, পরিবার থেকে বলতে গেলে সে আমাদের কেউ না। সে আমার ছোট ভাইয়ের স্ত্রী। পরিবারের কর্তৃত্ব কোন একটি ছেলের হাতেই যাওয়া উচিত, ছেলের বউয়ের কাছে না।
৭৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সোনিয়া হোসেন বলেন, আমার স্বামী দুই দুইবার জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। সেই সুবাধে জনগণ আমাকে চাচ্ছে। সরে দাঁড়াতে হলে উনি দাঁড়াবে, উনি আমার স্বামীর জায়গায় বসছে। উনাকে মানুষ ভোট দিয়েছে আমার স্বামীর কারণেই।
পরস্পরের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও।
সোনিয়া হোসেন বলেন, আমি নির্বাচনে দাঁড়াবো এই কথা শুনার পর থেকেই আমাকে উনি হুমকি দিয়ে আসছেন। আমার কর্মীদেরও হুমকি দিচ্ছেন, নির্বাচনি পোস্টার ছিঁড়ে ফেলছেন।
আকবর হোসেন, আমার নামে বিভিন ধরণের অপপ্রচার ছড়াচ্ছে। তার উদ্দেশ্য জয়ী হওয়া নয়- আমাকে পরাজিত করানো।
একই পরিবারের দুই সদস্যের একই পদে প্রতিদ্বন্দিতা নিয়ে কৌতুহল থাকলেও এলাকার উন্নয়নে কাজ করা প্রার্থীকেই প্রাধান্য দেয়ার কথা বলছেন ভোটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।