জুমবাংলা ডেস্ক : রাজধানীর মতিঝিল এলাকার তিন তলা বিশিষ্ট ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় ৭টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, মতিঝিল এলাকার শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে তিন তলা বিশিষ্ট ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে তিন তলা বিশিষ্ট ভবনটির তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ৬টা ২৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে আরও ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
তবে, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।