জুমবাংলা ডেস্ক : দেশের বেশ কয়েকজন বিশিষ্ট রাজনীতিবিদের নামে ভুয়া অ্যাকাউন্ট নজরে আসার পর সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান।
এদিন দুপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার বার্তা প্রধান জ. ই. মামুনকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলে নূর তাপস ও ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ রুশনারা আলী নামে অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন; এমন তিনটি স্ক্রিনশট তিনি (মামুন) সামাজিক যোগাযোগমাধ্যমটিতে আপলোড করেন। ওই স্ট্যাটাসে ট্যাগ করেন পলককে। ক্যাপশনে লেখেন, এরা কারা মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী?
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তিনি। পলক লেখেন, যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।